২৩ অক্টোবর ২০২৫

ফের আদালতে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক »

অর্থ আত্মসাতের মামলার অভিযোগ পত্রে নাম ওঠার পর আদালত যেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় ফের আদালতে দেখা গেছে এ নায়িকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ শুক্রবার ২০০ কোটি রুপি অর্থ আত্মসাতের মামলার হাজিরা দিতে নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছেন জ্যাকুলিন।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অনেকদিন ধরে ভারতীয় পুলিশের নজরদারিতে ছিলেন জ্যাকুলিন। বেশ কয়েকবার প্রশাসনের জেরার মুখে পড়তে হয় তাকে। এ তারকার বিদেশ যাত্রার ওপরও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা।

চলতি বছরের আগস্টে জ্যাকুলিনের নামে অভিযোগ দাখিল করে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেসময় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই তারকা। ইডির তদন্ত পদ্ধতিকে ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে দিল্লীর একটি আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই সেসময় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। তারপর থেকে জামিনেই ছিলেন এ নায়িকা।

তবে যত যাই হোক, জ্যাকুলিনের সঙ্গে সুকেশের নাম জড়িয়ে গেছে ভালোভাবেই। তাদের দহরম মহরমের গল্প এখন টক অব দ্য কান্ট্রি । ধনকুবের বন্ধুটির থেকে মাঝে মাঝেই তিনি মহামূল্যবান উপহার পেতেন। এছাড়া ভ্রমণের জন্য সুকেশের ব্যক্তিগত বিমানও ব্যবহার করতেন তিনি। এসব এখনও বি-টাউনের চর্চিত বিষয়।

আরও পড়ুন