১৯ ডিসেম্বর ২০২৫

বান্দরবানে ৪০ লিটার চোলাই মদসহ দুজন ধরা

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ জাহাঙ্গীর আলম (৪২) ও হালু জলদাস (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ।

শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলা রেইছা থলি পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটক দুইজন সাতকানিয়া উপজেলা বাসিন্দা।

আর্মড পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আর্মড পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এস আই মোহাম্মদ বেলাল হোসেন, এএসআই আব্দুল মান্নান ও মাহমুদুল হক। পরে অটোরিক্সা তল্লাশি চালালে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। যার বাজারের মূল্য ১৬ হাজার টাকা।

২-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক আলী আহমদ খান বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জেলায় মাদক ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এই সংস্থাটি বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করবে।

আরও পড়ুন