১৯ ডিসেম্বর ২০২৫

ইউপি চেয়ারম্যানের উদ্যোগ : ১৩ একর অনাবাদি জমিতে বোরো আবাদের সম্ভাবনা

বোয়ালখালী প্রতিনিধি »

এবারের বোরো মৌসুমে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ঠাকুর রাণী বিলে একটি নলকূপের পানি দিয়ে প্রায় ১৩ একর (৪২ কানি) জমিতে চাষাবাদের উদ্যোগ নেয়া হয়েছে।

পর্যাপ্ত সেচ ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘ দিন ধরে বোরো মৌসুমে অনাবাদি পড়ে থাকতো জমিগুলো।

পতিত জমিগুলো চাষের আওতায় আনতে এবার উদ্যোগ নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল দে। তিনি নিজস্ব অর্থায়নে স্থাপন করেছেন ১টি অগভীর নলকুপ। এতে অন্তত ৪২ কানি জমিতে বোরো চাষ করতে পারবেন ২০ জন কৃষক।

কাজল দে বলেন, বৈশ্বিক খাদ্য সংকট থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে আবাদযোগ্য প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাদ্য উৎপাদন বাড়াতে কৃষিখাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক ভুর্তকি ও সার্বিক সহযোগিতা প্রদান করছেন সরকার। সেচ ব্যবস্থা না থাকায় এ এলাকার ঠাকুর রাণী বিলের প্রায় ৪২ কানি জমিতে বোরো চাষ হতো না। পানি পেয়ে বীজতলাও তৈরি হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই বোরো ধান রোপণ করবেন কৃষকরা।

তিনি বলেন, জমিতে নলকুপ বসানো হলেও বৈদ্যুতিক সংযোগ পায়নি। পাশ্ববর্তী বান্ধব পাঠাগারের মিটার থেকে সংযোগ নিয়ে নলকূপ চালানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, আবেদন পেয়েছি। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার সেচ কমিটির সভাপতি বরাবর সুপারিশ করা হয়েছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সেচ ব্যবস্থা না থাকায় বহু বছর ধরে বোরো চাষ হতো না এ বিলে। শুধু আমন ধান করা হতো। এরপর খালি পড়ে থাকতো জমিগুলো। এবার বোরো চাষ করতে আগ্রহী হয়েছেন তারা।

আরও পড়ুন