১৯ ডিসেম্বর ২০২৫

প্রতারণা/ কেউ আমদানিকারক, কেউ বাণিজ্য সচিব

বাংলাধারা প্রতিবেদক »

চলমান বিশ্বমন্দায় ডলার সংকটের কারণে আমদানিতে নানা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এতে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে। আর এর সুযোগ নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি ‘প্রতারক চক্র’। কেউ চিনির, কেউ ভোজ্যতেলের আমদানিকারক; আবার কেউ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেজে প্রতারণার জাল পাতে। যার শিকার হন ভোগ্যপণ্য ব্যবসায়ীদের কয়েজন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমন চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছেন চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা। তাদের কাছ থেকে প্রতারণার অভিনব নানা কায়দার কথা জানতে পারেন অভিযানকারী দলের সদস্যরা।

গ্রেফতার ছয় জন হলো- শেখ জাহাঙ্গীর কবির (৪৬), মোহাম্মদ আলী (৫১), ওয়াসিম আহমেদ (৩৭), নাজমুল হুদা খান (৪৬), রাজিবুল হক বাবু (৩৮) এবং মো. শাহজালাল (৫৩)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম-বন্দর) মোহাম্মদ আলী হোসেন গণমাধ্যমকে বলেন, ‘কয়েকজন ব্যবসায়ী বিশ্বাসের পাতা ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা গচ্চা দেন। তাদের অভিযোগের ভিত্তিতে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার চেক এবং ব্যবসায়িক অংশীদারের চুক্তিনামা জব্দ করা হয়েছে। মূলত এরা সংঘবদ্ধ প্রতারক চক্র। দেশজুড়ে তাদের নেটওয়ার্ক আছে।’

‘সাম্প্রতিক ডলার সংকটের কারণে আমদানিতে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, সেটাকে তারা ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তারা বলত, তেল-চিনির জাহাজ সাগরে আছে, বাংলাদেশে আসছে। এখানকার বাজার থেকে চিনি ও তেল কিনে স্যাম্পল হিসেবে পাঠাতো ব্যবসায়ীদের কাছে। অথচ তাদের কাছে তেল কিংবা চিনির মতো ব্যবসার কোনো পণ্যই নেই।’

আরও পড়ুন