৮ নভেম্বর ২০২৫

ইসহাক ডিপোতে অননুমদিত পেট্টোল পাম্পের সন্ধান, নেই অগ্নিনির্বাপন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর হালিশহরের ইসহাক ডিপোতে একটি অনুনমোদিত পেট্টোল পাম্পের সন্ধান পেয়েছে জেলা প্রশাসন। এছাড়া ডিপোটি ২২ বছর ধরে পরিচালিত হলেও নেই অগ্নিনির্বাপন ব্যবস্থাও।

এজন্য জেলা প্রশাসন প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে এবং আগামী ৭ দিনের মধ্যেম্পের আবেদন করার নির্দেশ দেওয়া হয়।

শনিবার (৭ জানুয়ারি) নগরের হালিশহর এবং আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, হালিশহরে ইসহাক কন্টেইনার ডিপোতে অভিযান চালানো হয়।এসময় ইসহাক ডিপোতে একটি লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প পাওয়া গেছে। এছাড়া ডিপোটি ২২ বছর ধরে ব্যবসা পরিচালনা করলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যেম্পের আবেদন করার নির্দেশ দেওয়া হয়।

একই দিন আরেক অভিযানে নগরের বাংলাবাজারে আদিলা অ্যাপারেলস নামে একটি পোশাক করাখানায় একই ধরণের অসঙ্গতি পাওয়া গেছে। তাই প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

আরও পড়ুন