৮ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই ৪ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে চার বসতঘর। রোববার দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ সৈয়দ বাড়ী ৮ নম্বর ওয়ার্ডে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন জানান, আগুনের বিষয়টি রাতে জেনেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা পৌরসভা থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করব।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. নাছির উদ্দিন, আকতার হোসেন, শওকত হোসেন ও গিয়াস উদ্দিন মানিক।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আগুনের তাপ বেশি হওয়ায় আমাদের একটু সময় লেগেছে। আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ