বাংলাধারা প্রতিবেদক »
সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। গত ২৩ ডিসেম্বর ইনভেস্টর ক্যাটাগরিতে এই ভিসা পান তিনি।
মোহাম্মদ জিয়া উদ্দিন গত ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসার সাথে যুক্ত আছেন। তিনি দুবাইয়ের জেএন্ডএস কার্পেট ট্রেডিং এলএলসি’র স্বত্ত্বাধিকারী। এই উদ্যোক্তার জন্মস্থান চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নে।
এদিকে গোল্ডেন ভিসা পাওয়ায় মোহাম্মদ জিয়া উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ।
মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, যেকোনো দেশের গোল্ডেন ভিসা পাওয়া অনেক সম্মানের। আর তাই আরব আমিরাতের গোল্ডেন ভিসা প্রাপ্তিও আমাদের জন্য অনেক বড় সম্মানের।
দুবাইয়ের মারিয়া গ্লোবালের প্রধান নির্বাহী ও স্বত্ত্বাধিকারী শেখ ফরহাদ বলেন, আরব আমিরাতে যেকোনো বাংলাদেশির যেকোনো অর্জন আমাদের জন্য গর্বের। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতের যে অবদান রাখছেন সেটি অতুলনীয়। জিয়া উদ্দিন একটি মেধাবী উদ্যোক্তা তার এই অর্জনে আমরা প্রবাসী সত্যিই আনন্দিত এবং গর্বিত।













