৮ নভেম্বর ২০২৫

ইঞ্জিনিয়ার মোশাররফের ৮০তম জন্মদিনে ছাত্রলীগের রচনা প্রতিযোগিতা

মিরসরাই প্রতিনিধি »

সাবেক মন্ত্রী, বাংলদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ৮০তম জন্মদিন উপলক্ষে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৮টি কেন্দ্রে প্রায় ২০০০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, মিরসরাই প্রেস কাবের সভাপতি নুরুল আলম, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক একরামুল হক সোহেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিঠুন শর্মা ও রচনা প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক মো. মহসিন সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আগামী ১২ জানুয়ারি ৮০তম জন্মদিন। এই বর্ষিয়ান রাজনীতিবিদ মিরসরাইসহ চট্টগ্রামের উন্নয়নে তাঁর অবদানের কথা বলে শেষ করা যাবে না। তাঁর ৮০তম জন্মদিন উপলক্ষে মিরসরাই উপজেলা ছাত্রলীগ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয়।

তিনি আরও জানান, এই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন এলকায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, সেলাই মেশিন বিতরণ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে ডকুমেন্টরিসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি শুধুমাত্র মিরসরাই নয় তথা চট্টগ্রামের উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। ওনাকে নিয়ে রচনা প্রতিযোগিতা, যা সত্যিই প্রশংসার দাবিদার। এই জন্য আমি মিরসরাই উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। মিরসরাই উপজেলা ছাত্রলীগ এমন সৃষ্টিশীল কাজ করে আরো এগিয়ে যাবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ