৮ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ার সেই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাংলাধারা ডেস্ক »

ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য ও লাইসেন্স না থাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সেই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি এলাকার একতা ব্রিক্স কনসার্ন (এবিসি-১) নামে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এসময় কেবিএম নামের আরেক ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। ইটভাটা গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি একই উপজেলার বেতাগী ইউনিয়নের কেবিএম ইটভাটার মালিক মোহাম্মদ কামাল উদ্দিনকে পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বিষয়টি নিশ্চিত করেন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনায় যেসব ইটভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় (এবিসি-১) নামের ওই ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি একই উপজেলার বেতাগী ইউনিয়নের কেবিএম ইটভাটার মালিক মোহাম্মদ কামাল উদ্দিনকে পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি এলাকায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে গেলে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী নির্দেশে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মহিউদ্দীন তালুকদার (মোহন) অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে মারধর করে সাংবাদিক আবু আজাদকে। ওই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর এবিসি ইটভাটার ম্যানেজার কাঞ্চন কুমার তুরিকে গ্রেপ্তারের পর একদিনের রিমান্ডে নেয় পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ