৬ নভেম্বর ২০২৫

কক্সবাজারে ম্যাব’র ২ দিনব্যাপী সম্মেলন শুরু আজ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে দেড়’শ মেয়রের অংশগ্রহণে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-(ম্যাব)’র দু’দিনের সম্মেলন শুরু হচ্ছে আজ বুধবার। দু’দিনের সম্মেলনে যোগ দিতে ১১ জানুয়ারি পর্যটন নগরী কক্সবাজার আসছেন সারাদেশের দেড় শতাধিক মেয়র। ১১ ও ১২ জানুয়ারি সাগর পাড়ের তারকা হোটেল ওশান প্যারাডাইস ও সী প্রিন্সেস’র বলরুমে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে অতিথি থাকবেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজমত উল্লাহ খান।

এদিকে, সারাদেশের মেয়রগণের সংগঠন বাংলাদেশ পৌরসভা সমিতির সাধারণ সভা উপলক্ষে অনুষ্ঠিতব্য এ আয়োজনকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাগতিক কক্সবাজার পৌরসভা।

ম্যাব’র সহ-সভাপতি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সার্বিক নির্দেশনা এবং পরামর্শক্রমে অগ্রগতি কাজের তদারকি করছেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম।

এদিকে, মেয়রদের এই অনুষ্ঠানকে ঘিরে ব্যানার-ফ্যাস্টুনে ছেয়ে গেছে সম্মেলন স্থলের আশপাশের এলাকা। সবখানে তুলে ধরা হয়েছে কক্সবাজার পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন চিত্র।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, বদলে যাওয়া কক্সবাজার’ এমন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে উন্নত পর্যটন নগরীকে দেখানো হবে সারাদেশের মেয়রদের।

এছাড়াও অতিথিদের সম্মানে সমুদ্র সৈকতে ফানুস উড়ানো উৎসব, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে।

আয়োজনটি সফলভাবে শেষ করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ