৬ নভেম্বর ২০২৫

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর। চসিক মেয়র বীর মুক্তিযাদ্ধা এম রেজাউল করিম চৌধুরী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণে বিদেশ গমনে তাঁর অনুপস্থিত সময়ের জন্য তিনি মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি।

মেয়র রেজাউল করিম চৌধুরী আগামী ১৭ জানুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দক্ষিণ কোরিয়া অবস্থানকালে রামপুর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন। সিটি মেয়রের সফর সঙ্গী হিসেবে রয়েছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অভ্যন্তরীন একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এসময় বিমান বন্দরে সিটি মেয়রকে বিদায় জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, আতাউল্লাহ চৌধুরী, নুর মোস্তফা টিনু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল আলম চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ