রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর, মুরগির খামার ও দোকান। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর পৌনে ৫ টায় উপজেলার উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট জগীপাড়া ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে সেমিপাকা দুটি ঘর পুড়ে যায়। এছাড়া বসতঘরের পাশের দুটি মুরগির খামারেও আগুন লেগে মুরগিসহ পুড়ে ছাই হয়ে ছাই হয়ে।
অন্যদিকে দোকানে আগুন লাগার বিষয়ে স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্তরা হলেন, দুলাল নাথ ও সুনাল নাথের দুটি বসতঘর এবং তপু বড়ুয়ার একটি দোকান।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পৃথক দুটি ঘটনাস্থলে ফায়ারকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে দোকানের আগুন লাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে।













