৮ নভেম্বর ২০২৫

কাল থেকে শুরু হচ্ছে বিপিএল চট্টগ্রাম পর্ব, জেনে নিন খেলার সূচি

বাংলাধারা ডেস্ক »

ঢাকার প্রথম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন বন্দরনগরী চট্টগ্রামে। আগামীকাল ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

প্রথম পর্বে শতভাগ সফলতা পেয়েছে মাশরাফী বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। অন্যদিকে দুই ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সাকিবের ফরচুন বরিশাল। এ ছাড়া অপেক্ষাকৃত দুর্বল নিয়ে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছিল নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। তবে ঢাকার প্রথম পর্বের সবশেষ ম্যাচে তারা হেরে গেছে সিলেটের কাছে।

বরিশাল ও ঢাকার সমান এক জয় নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় পাঁচে অবস্থান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এ ছাড়া দুই ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি খুলনা টাইগার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকার প্রথম পর্ব শেষে শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা।

চট্টগ্রাম পর্বের ম্যাচসূচি

১৩ জানুয়ারি দুপুর ২টা     চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল
১৩ জানুয়ারি সন্ধ্যা ৭টা     খুলনা টাইগার্স নাম রংপুর রাইডার্স
১৪ জানুয়ারি দুপুর ১:৩০ মি.     কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল
১৪ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ মি.    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স
১৬ জানুয়ারি দুপুর ১:৩০ মি.    ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট স্ট্রাইকার্স
১৬ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ মি.   চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৭ জানুয়ারি দুপুর ১:৩০ মি.     খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স
১৭ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ মি.   কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স
১৯ জানুয়ারি দুপুর ১:৩০ মি.   কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর্স
১৯ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ মি.   ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স
২০ জানুয়ারি দুপুর ২টা    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স
২০ জানুয়ারি সন্ধ্যা ৭টা         ঢাকা ডমিনেটর্স বনাম ফরচুন বরিশাল

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ