২৩ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে অবৈধ বালু উত্তোলনে ৫ জনের কারাদণ্ড

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রাম শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী নদী থেকে অনুমোদনহীন ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’টি বালুর ড্রেজার জব্দ ও ৫ জনকে আকট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত পাঁচজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবদুল বাকের (৪০), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মো. সবুজ আকন (২৫), একই উপজেলার ছিরু মিয়া (৪৫), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মো. মোশাররফ হোসেন (৩৪), রামগতি মোহাম্মদ আজম।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করে পাঁচ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এম ভি মাঈনউদ্দিন মুয়ায-১ ও এমভি গাউছিয়া নামের দুইটি ড্রেজার জব্দ করা হয়।

জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড কর্ণফুলী থানার জিম্মায় পুরাতন ব্রিজ ঘাটে রাখা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন