৮ নভেম্বর ২০২৫

রামুতে বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ক্ষেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে জোয়ারিয়ানালা ইউনিয়নের ভালুকিয়া নামক স্থানে হাতির আক্রমণে তিনি মারা যান।

নিহত রশিদ আহমদ (৫০) উপজেলার জোয়ারিয়ানালা ৫ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

রশিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মত উপজেলার জোয়ারিয়ানালার ফরেস্ট অফিসের প্রায় দুই কিলোমিটার পূর্ব পাশে মোইষ্যা খাল নামক স্থানের কৃষি জমিতে তিনি কাজ করতে যান। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভালুকিয়া নামক স্থানে পৌঁছালে বন্য হাতির সামনে পড়ে যান। এ সময় হাতি তাকে আছড়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ভালুকিয়া নামক স্থান থেকে নিহত রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

তিনি আরোও বলেন, প্রতিরাতেই বন্য হাতির পাল বিভিন্ন পাহাড়ী এলাকায় হানা দিচ্ছে। কৃষকের কলাবাগান, খেত নষ্ট হচ্ছে। হাতির আক্রমণ ঠেকানো না গেলে ক্ষয়ক্ষতিসহ আরও প্রাণহানির আশঙ্কা আছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা খবর পেয়েছি। আইনী প্রক্রিয়া শেষে দাফনের পর বনবিভাগের নিয়ম মতো পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ