রাঙামাটি প্রতিনিধি »
উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হওয়া পার্বত্যাঞ্চলের রাঙামাটি শহরের উপকণ্ঠে বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দিয়েছে আঞ্চলিক দলীয় উপজাতীয় সন্ত্রাসীরা।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনাকালে ০১৬৮৪১৯৩০৭৭ নম্বর থেকে ভুক্তভোগী সহকারী প্রকৌশলী আবুল হাসেমের মুঠোফোনে ফোন করে বলেন, ‘আমি ভেতরের পার্টির লোক, আপনারা যাইতে পারবেন না, গেলে জীবনের হুমকি আছে; অফিসে ফিরে যান।’
সরকারি দায়িত্বপালনকালীন সময়ে মুঠোফোনের মাধ্যমে এই হুমকি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই উক্ত প্রকৌশলী প্রাণভয়ে ঘটনাস্থল থেকে নিজ কার্যালয়ে ছুটে আসেন এবং হুমকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন।
সংশ্লিষ্ট্য বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে রাঙামাটি কোতয়ালী থানায় জিডি করেছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান।
প্রাণনাশের হুমকি পাওয়া আবুল হাসেম রাঙামাটি বিদুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
হুমকি দাতার মুঠোফোন নম্বরে প্রতিবেদকের পক্ষ থেকে যোগাযোগ করার পর হুমকির বিষয়টি জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হুমকি দেওয়া ব্যক্তি কুতুকছড়ির বাসিন্দা। ওই এলাকাটি পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক দল ইউপিডিএফ’র নিয়ন্ত্রণাধীন।
এদিকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগের মাধ্যমে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মুঠোফোনে হুমকির অভিযোগে একটি জিডি করা হয়েছে। আমরা থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি। তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্যাদির পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
প্রাণনাশের হুমকি পাওয়া আবুল হাসেম জানান, গত ১৬ জানুয়রি বেলা ১১ টার সময় মানিকছড়ি ও কুতুকছড়ি ফিডারে বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন ও লাইন চেকিং করার সময় হত্যার হুমকিটি পাই। পরে আমি নিজের নিরাপত্তার স্বার্থে ফিরে যাই।
তিনি আরও জানান, কুতুকছড়ি ঘিলাছড়ি ২০ কিলোমিটার এলাকার প্রায় ১৫০০ গ্রাহককে ত্রুটিপূর্ণ লাইন চালু করতে বাধা দেওয়ার কারণে মেরামত করতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমি নিজের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
রাঙামাটি বিদ্যুত বিতরণ বিভাগ বিউবো’র নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান জানিয়েছেন, আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানিয়েছি এবং আইনানুগ ব্যবস্থার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এখন প্রশাসন বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবে।













