৬ নভেম্বর ২০২৫

ষোলশহরে হেলে পড়েছে চারতলা ভবন

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ইতোমধ্যে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ।

আজ বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে পুলিশ।

দেখা গেছে, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটির পাশ ঘেঁষে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। এরই অংশ হিসেবে পাশের নালা বড় করতে গিয়ে ওই ভবনের কিছু অংশ ভাঙার মুখেও পড়ে। হেলে পড়ায় ভবনে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। ভবন হেলে পড়ার খবরে ঘটনাস্থলে ভিড় করছে লোকজন। আশপাশের দোকানপাটের লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।

ভবনটির নিচতলায় ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে, দ্বিতীয় তলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় একটি আইটি ফার্ম ও চতুর্থ তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের কার্যালয়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। প্রথমে মানুষজন সরিয়ে নেওয়ার কাজ শেষ করি। এরপর ভবন থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করছি।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ