কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুঁড়ে গেছে চার ভাইয়ের বসতঘর। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার টইটং ইউনিয়নের হিরাবুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহযোগিতা করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী মো. সোহেল ও রুবেল বলেন, দুপুরের দিকে হিরাবুনিয়া এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে আবদুল গফুরের বাড়িতে আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে তার ভাই নাছির উদ্দিন, আব্দুর রহিম ও আবদুর রহমানের বাড়িতে। আগুনের তীব্র ভয়াবহতায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই চারটি বাড়িই সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ট্রলি ও মিশুক গাড়ি চালিয়ে সংসার চালায়। তারা এখন নিঃস্ব হয়ে গেছে।
আব্দুর রহমান বলেন, বড় ভাই আবদুল গফুরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের বাড়িতেও। এতে নগদ টাকা, আসবাবপত্র, ধান ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে অনুমান করেন তিনি।
পেকুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শোয়াইব মুন্সী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক শুকনো ও রান্না করা খাবার দিয়েছি। মাথা গুঁজার ঠাঁই করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।













