জিয়াউল হক ইমন »
বৈধ কোনো কাগজপত্র না থাকায় ইনোভেটিভ ফার্মার মালিক শহীদুল হাসানের মালিকানাধীন ‘লাইফ সাপোর্ট ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালার পর নজরদারীতে রেখেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
গত বছরের ৬ জুন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে অবস্থিত অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, সিলগালা করার পর কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুধুই চিকিৎসকের চেম্বার খোলা রাখার অনুমতি পায় প্রতিষ্ঠানটি।
শনিবার (২১ জানুয়ারি) সকালে বাংলাধারা’র ফটিকছড়ি প্রতিনিধি ফজলুল করিম সিলগালা করা ডায়াগনস্টিক দেখতে গেলে বাইরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। এ সময় ভবনটির মালিক দাবি করেন, দীর্ঘদিন ধরে বন্ধ রেখে ৬ লাখ টাকা ভাড়া পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়েছে এবং অবৈধভাবে কার্যক্রম বন্ধ রাখতে নজরদারিতে রাখার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, ডায়াগনস্টিক সেন্টারটি অনুমতি না নিয়ে পুনরায় ল্যাবের কার্যক্রম চালু করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত সোমবার (১৬ জানুয়ারী) প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলবিয়ন ল্যাবরেটরিজ এবং চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকতের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রধান আসামি করা হয় শহীদুল হাসানকে। ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির মামলাটি তদন্ত করে কাউন্টার টেররিজম সাইবার শাখাকে আগামী ২৭ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।