৮ নভেম্বর ২০২৫

আদালত থেকে পালানো ইয়াবা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম আদালতের হাজতখানার সামনে থেকে পালানো মাদক মামলার আসামি শামছুল হক বাচ্চুকে (৭১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (২২ জানুয়ারি) সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকা থেকে ৩৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

শামছুল হক বাচ্চু কুমিল্লার কোতোয়ালি থানার কালীবাজার ইউপির ২ নম্বর ওয়ার্ডের কৃঞ্চপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে।

জানা যায়, চলতি বছরের ৪ জানুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় চেকপোস্টে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালতে সোপর্দ করার পর আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যায়। একইদিন চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদি হয়ে নগরের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই সে পলাতক ছিল।

চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাংলাধারাকে বলেন, গ্রেফতার শামছুল হক বাচ্চু এখনও গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ