৯ নভেম্বর ২০২৫

সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রবিন্ধকতা, ১০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি রাস্তায় নির্মাণসামগ্রী (ইট, বালু, খোয়া, পাথর) মালামাল রেখে পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মো. শাহাবুদ্দিন (৩৫) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে চৌধুরী সড়কে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ।

অভিযানে স্থানীয় ইউপি সদস্য মো. জাফর আহমদ, লোহাগাড়া থানার এসআই মামুনুর রশীদ উপস্থিত ছিলন। এ সময় রাস্তা থেকে দ্রুত মালামাল সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলাধারাকে বলেন, রাস্তার ওপরে নির্মাণসামগ্রী (ইট, বালু, খোয়া পাথর ) রেখে এলাকায় পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ মোতাবেক একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ভবন মালিককে আজকের মধ্যেই নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ