৬ নভেম্বর ২০২৫

হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে হত্যা মামলায় বাবা-মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে স্বামী-স্ত্রীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ছেলেকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক নিশাত সোলতানা।

সাজাপ্রাপ্তরা হলেন, টেকনাফের বাহারছড়ার উত্তর শীলখালীর মোহাম্মদ মন্জুর প্রকাশ কল মন্জুর, তার স্ত্রী আমিনা খাতুন ও ছেলে মোহাম্মদ ফোরকান।

মামলার প্রধান আসামী মোহাম্মদ ফোরকান পলাতক অপর দুই আসামী মোহাম্মদ মন্জুর প্রকাশ কল মন্জুর ও স্ত্রী রায়ের সময় আদালতের এজলাসে হাজির ছিলেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা কারি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী এ তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় টেকনাফ বাহারছড়ার উত্তর শীলখালী বইল্যাছড়া এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে হামলা করা হয়। পরেরদিন তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন নিহত আব্দুল করিমের স্ত্রী খোরশিদা বেগম (মামলা নং-৭৪৯/২০১৯) থানা মামলা নং-৭০/২০১৯)।

আরো জানাযায়, এ মামলায় আসামীদের বিরোদ্ধে ২০২১ সালের ১৭ অক্টোবর আদালতে অভিযোগ গঠন করা হয়। তার আগে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

আসামী পক্ষের আইনজীবি ছিলেন, এডভোকেট সেলিমুল মোস্তফা ও এডভোকেট সিরাজুল ইসলাম (৪)।

আরও পড়ুন