বাংলাধারা প্রতিবেদক »
ভালোবাসা দিবস উপলক্ষে নাটক থেকে শুরু করে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে বিভিন্ন টিভি চ্যানেল। গানও তার ব্যতিক্রম নয়। কিন্তু এবারের ভালোবাসা দিবসে থাকছে বিশেষ চমক।
প্রথমবারের মতো ভালোবাসা দিবসে দর্শক মাতাতে আসছেন নিলম সেন ও রেহান রাসুল। ভালবাসা দিবস উপলক্ষ্যে আসছে তাদের কণ্ঠে নতুন গান ‘তোমার গুনগুন’। সম্প্রতি গানটি রিলিজ হওয়ার কথা রয়েছে।
গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন নাহেদ হাসান এবং গানটির সংগীতায়োজন করেছেন হ্রদয় হাসিন। এছাড়াও গানটি মিউজিক ভিডিও আকারেই প্রকাশ করা হবে। ভিডিওটি বানিয়েছেন ‘ই মিউজিক’ প্রোডাকশান হাউস।
গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন তন্ময় সোহেল ও রাজমিন সেতু ও আসিফ ইকবাল বিদুৎ। এবং মিউজিক ভিডিওটির ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ইয়ামিন ইলেন।
গানটির বেশিরভাগ দৃশ্য ধারণ হয়েছে পার্ল হোটেল বনানীতে। আর এজন্য পার্ল হোটেল এর ম্যানেজমেন্ট টীম কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন গানটি শিল্পী সুরকার গীতিকার সহ সকলেই।
চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ এলাকার বাসিন্দা নিলম সেনের গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলায়। রতন সেন ও লিপি সেন দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে নিলম সেন ছোট। বড় ভাই রক্তিম সেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী।
বাবা-মায়ের উৎসাহ এবং বড় ভাইকে গাইতে দেখতে দেখতে গানের প্রতি আগ্রহী হন নিলম সেন। তার গানের ওস্তাদ সন্ধ্যা ঘোষ দস্তিদার।
শিক্ষা জীবনেও মেধাবী চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করেছেন নিলম। নিজের ধ্যান-জ্ঞানে মিশে যাওয়া গান নিয়েই তিনি যেতে চান বহুদূর।












