২৩ অক্টোবর ২০২৫

বয়ান শিল্পাঙ্গনের নতুন পরিষদ গঠিত : সভাপতি নাফিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন

বাংলাধারা ডেস্ক :::

নাফিক আব্দুল্লাহকে সভাপতি এবং সায়েম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সেশন পরিচালনার জন্য বয়ান শিল্পাঙ্গনের নতুন পরিষদ গঠিত হয়েছে।

এতে সহ সভাপতি সমুদ্র টিটু ও নাসরীন হীরা,  সহ সাধারণ সম্পাদক শ্রী রুবেল চৌধুরী, রুমি দেবী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক অরিন্দম সরকার শাওন, প্রশিক্ষণ ও শিল্প সংস্কৃতি সম্পাদক কণা দাশ, নাটক বিষয়ক সম্পাদক হৃদয় বড়ুয়া, অর্থ ও গণযোগাযোগ সম্পাদক বিপ্লব দে শান্ত নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাকির মান্না ও শওকত শ্রাবণ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্যরা হলেন- আল আমিন,  শান্তা শর্মা, ফাহিম রায়হান, অরুনাভ রবি, রাবেয়া জামান, জামি , সুদীপ্ত রায়,  আহমেদ ইশতিয়াক, পার্থ সারথি দে, রাইসা ও নয়ন দে।

আরও পড়ুন