লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়য় পিকনিক বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ আট শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এসময় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিক বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৭/৮ আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।













