চন্দনাইশ প্রতিনিধি »
দোহাজারী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি, পরে সেই জন্ম নিবন্ধন সনদ দিয়ে রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট বানানো হতো। চক্রের তিন হোতাকে আটক করে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয় বলে জানান চট্টগ্রাম ডিবি পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
তিনি বলেন, টেকনাফের কাউখালীর ফয়জ আহমদের ছেলে মো. আরিফ (২৭), কক্সবাজার ঈদগাঁওয়ের নবী হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৩০) ও কুমিল্লার চান্দিনার মৃত আবু তাহেরের ছেলে মোহাম্মদ তারেককে (২৯) আটক করে করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে ৩ ফ্রেরুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে দোহাজারী এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানামূলে চন্দনাইশ থানা পুলিশ দোহাজারী বার্মা কলেনীর মৃত নুরুল আমিনের সামশুল ইসলাম, মৃত আবু তাহেরের ছেলে মো. হৃদয়কে আটক করে। আটকদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন।













