বাংলাধারা ডেস্ক »
বই আকারে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের সপ্তম অ্যালবাম ‘দ্য অনলি হেডলাইনার’।
আগামী ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার ৪৩-৪৬ নম্বর শিখা প্রকাশনীর স্টলে অ্যালবামটি পাওয়া যাবে।
জানা গেছে, ব্যান্ড দলটির ২৫ বছর পূর্তি উপলক্ষে কনসার্টে বাংলাদেশে মুম্বাই সিম্ফনি অর্কেস্টা ও ঢাকা সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে প্রথমবার কোনো রক ব্যান্ড পারফর্ম করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই কার্যক্রমের মূল্যায়ন ও স্বীকৃতি, বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কনসার্টটির লাইভ পারফরম্যান্সের ২০টি গানসহ সর্বমোট ২২টি কনটেন্ট নিয়ে তৈরি হয়েছে অ্যালবামটি।













