২৩ অক্টোবর ২০২৫

প্রকাশিত হয়েছে আকাশ ইকবালের গবেষণাগ্রন্থ ‘কিংবদন্তি মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’

বাংলাধারা ডেস্ক »

প্রকাশিত হয়েছে তরুণ গবেষক ও সাংবাদিক আকাশ ইকবালের দীর্ঘ চার বছরের গবেষণাগ্রন্থ ‘কিংবদিন্ত মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মূলত একজন ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্ননায়ক ও স্বাধীনতা সংগ্রামী হলেও তিনি ছিলেন একাধারে লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজ সংস্কারক ও সংগঠক।

বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘অক্ষরবৃত্ত’। বইয়ের ভূমিকা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। লেখকের পরিচিতি লিখেছেন কবি ও প্রানন্ধিক আরিফ চৌধুরী। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।

বইয়ের ভূমিকায় ড. অনুপম সেন লেখেছেন, চট্টগ্রামের ইতিহাসে বহু খ্যাতনামা ব্যক্তি রয়েছেন, যাঁরা কেবলমাত্র বাংলাদেশের ইতিহাসেরই বরেণ্য ব্যক্তি নন, পুরো উপমহাদেশের সমাজজীবন ও রাজনীতিতে দ্যুতি ছড়িয়েছেন। এঁদের মধ্যে মনিরুজ্জামান ইসলামাবাদী অন্যতম।

তিনি আরও লেখেছেন, লেখক আকাশ ইকবাল ‘কিংবদন্তি মৌলানা মনিরুজ্জামান ইসলামবাাদী’ গ্রন্থে ইসলামাবাদীর অসাধারণ চারিত্রিক অবয়বকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা মৌলানা ইসলামাবাদী সম্পর্কে যথার্থই একটি অমূল্য গবেষণা গ্রন্থ।

বইটি সম্পর্কে আকাশ ইকবাল বলেন, আমাদের ইতিহাস চর্চার করুণ অবস্থা সেই অতীতেও ছিল, এখনও চলছে। আমাদের ইতিহাস চর্চার অনেক সমৃদ্ধ উপকরণ থাকলেও তার সংরক্ষণ ও যথার্থ উপস্থাপন নেই। কথাটা এজন্যই বলছি, ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস থেকে যদি সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, ভগৎ সিং, ক্ষুদিরামকে বাদ দেওয়া হয় তাহলে ইতিহাসটা যেমন অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক একইভাবে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকেও বাদ দিলে ইতিহাস অসম্পূর্ণ থাকবে। কারণ তিনিও এই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও বলেন, গ্রন্থটি শুধুই আয়তনে বড় নয়- এখানে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত, পরিশিষ্ট ও অসংখ্য তথ্যসমৃদ্ধ অধ্যায় এবং ১৮৭৫ থেকে ১৯৫০ সালের তৎকালীন সমাজ, রাজনীতি ও অর্থনীতির একটি চিত্র উঠে এসেছে।

এটি মনিরুজ্জামান ইসলামাবাদীকে নিয়ে লেখা সবচেয়ে তথ্যবহুল বই দাবি করে তিনি বলেন, মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে নিয়ে ইতোমধ্যে অনেক বই প্রকাশ হয়েছে, পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, হচ্ছে। আমি বলবো না, এটাই মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে নিয়ে লেখা শ্রেষ্ঠ বই, কিন্তু বলতে পারি এটাই অন্যতম।’

বইটি সম্পর্কে অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশক আনিস সুজন বলেন, আমাদের প্রকাশনীর অনেক শ্রম-ঘাম আর ভালোবাসার কাজ এই বইটি। বইটির জন্য আকাশ ইকবাল নিজেকে উজাড় করে দিয়েছে। আমরাও তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি আন্তরিকতা ও দায়বদ্ধতার জায়গা থেকে। চট্টগ্রামের আরেক কিংবদন্তী জহুর আহমদ চৌধুরীর পর কিংবদন্তী মৌলানা মনিরুজ্জামান ইসলামাদীকে নিয়ে ৩৩৬ পৃষ্ঠার বড়সড় এই বইটির কাজ সম্পন্ন করতে পেরে নিজেরা গর্ববোধ করছি।

৩৩৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৬০০ টাকা। ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা অক্ষরবৃত্ত প্রকাশনীর ১৬৯ নম্বর স্টলে। পাওয়া যাচ্ছে বাতিঘর এবং নন্দন বইঘরের সব শাখায়। এছাড়া, রকমারি ও বইফেরীতেও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন