চট্টগ্রাম নগরভিত্তিক সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ‘অদৃশ্য মায়া’ পরিবারের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ও শনিবার (৩-৪ ফেব্রুয়ারি) পর্যটন নগরী কক্সবাজারে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
‘অদৃশ্য মায়া’ পরিবার আয়োজিত এই আনন্দ ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় লিখে রাখার জন্য এই গ্রুপের সবাইকে নিয়ে আনন্দে আড্ডায় মেতে উঠেছেন তারা।
এতে উপস্থিত ছিলেন ‘অদৃশ্য মায়া’ পরিবারের এডমিন নয়ন দে (ঝন্টু), প্রিয়া দে, মুনমুন ধর, রোমন দে, মডারেটর বৃষ্টি পলাশ, তুন্না নন্দী, রিংকি চক্রবর্তী, প্রিতম লালা ও গ্রুপের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি













