বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রাম ৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, নাতি নাতনি, রাজনৈতিক নেতাকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার দুপুরে তাঁর মরদেহ হেলিকপ্টার যোগে ঢাকা থেকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে।
এসময় প্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমায় সর্বস্তরের মানুষ। এরপর অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে আসা হয় পশ্চিম কধুরখীল গ্রামের এমপি মোছলেম উদ্দিনের পৈত্রিক ভিটায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। করোনা মহামারি চলাকালে মোছলেম উদ্দিনের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। গত দুই বছর ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছিল। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মরহুমের নামাজের জানাজার সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, বোয়ালখালীতে সোমবার (৬ ফেব্রুয়ারি) বাদে আসর বোয়ালখালী উপজেলা সদর গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। রাতে মরদেহ নগরীর লালখান বাজারের বাসভবন রাখা হবে। আগামীকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।













