২৭ ডিসেম্বর ২০২৫

বোয়ালখালীতে মোছলেম উদ্দিনের প্রথম জানাজা সম্পন্ন, দ্বিতীয় জানাজা আগামীকাল

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

এদিন বিকাল ৫টার সময় উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সাবেক সিডিএ চেয়ারম্যান মো. আব্দুচ ছালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল, জাতীয়বাদী দল (বিএনপি) উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো. হামিদুল হক মন্নান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি অধ্যাপক কানাই দাস ও সদস্য ডা. অসীম কুমার চৌধুরীসহ চট্টগ্রাম মহানগর, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

এর আগে দুপুরে একটি হেলিকপ্টারযোগে তার মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হয়।

এ সময় প্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখতে ভিড় জমায় সর্বস্তরের মানুষ। এরপর অ্যাম্বুলেন্স যোগে মরদেহ নিয়ে আসা হয় পশ্চিম কধুরখীল গ্রামের পৈত্রিক ভিটায়। এতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

জানা গেছে, রাতে তার মরদেহ নগরীর লালখান বাজারের বাসভবনে রাখা হবে। আগামীকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

আরও পড়ুন