বাংলাধারা ডেস্ক »
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সকল জনগণের পক্ষ থেকে ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট মর্মান্তিক এবং ব্যাপক প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য তুরস্কের জনগণ ও সরকারের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এই বিপর্যয়কর ঘটনাটি কাটিয়ে উঠতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশের পাশাপাশি, আমাদের সিটি কর্পোরেশনও এই ভয়াবহ দুর্যোগের মুহূর্তে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছে। যারা এই ভয়ঙ্কর ভূমিকম্পে প্রিয় ও প্রিয়জনদের হারিয়েছেন তাদের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা রইল। আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি এবং আশা করি, তুরস্ক দ্রুত উল্লিখিত বিপর্যয় কাটিয়ে উঠবে এবং অত্যন্ত দৃঢ়তার সাথে আরও শক্তিশালী হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র তুরস্ক বাংলাদেশ এবং চট্টগ্রামের উন্নয়নে সবসময় সহযোগিতা করে আসছে। গত ২২ জানুয়ারি তুরস্কের অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন চকবাজারের কাপাসগোলা এলাকার ‘নাজমিয়ে দেমিরেল স্বাস্থ্য ক্লিনিক’ উদ্বোধন হয়। এছাড়া চট্টগ্রামের উন্নয়নে আরো বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন তুরস্কের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।













