৬ নভেম্বর ২০২৫

ভালোবাসা দিবসে আসছে প্রিয়াঙ্কার ‌‘কাগজের নৌকা’

বাংলাধারা বিনোদন »

আসছে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন ডে’ উপলক্ষে রিলিজ হতে যাচ্ছে খ্যাতিমান শিল্পী প্রিয়াঙ্কা দাসের কণ্ঠে শাহীন মাহমুদের লেখা গানের মিউজিক ভিডিও ‘একটা কাগজের নৌকা বানাও’।

গানটি সুর করছেন তরুণ সুরকার তুলিপ সেন। আর বরাবরের মতো কম্পোজিশন করেছেন মিউজিসিয়ান সব্যসাচী রণি। আউটডোর চমৎকার লোকেশনে ভিডিওগ্রাফি করেছেন নাহিন এহসান।

মিউজিক কম্পোজার সব্যসাচী রণির কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘গানটি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত। কবি শাহীন মাহমুদের লেখা তুলিপ সেনের সুর, শিল্পী প্রিয়াঙ্কা দাসের কণ্ঠে আর আমার শ্রম দেয়া কম্পোজিশন গানটিকে এ গানের শ্রোতা দর্শকদেরকে সত্যিকারের যাদুনগরে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ