লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফের ৩ দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এতে মোনাজাত পরিচালনা করবেন বাইতুশ শরফ দরবারের রাহবার আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।
প্রতিবছর ৩ দিনব্যাপী এই ইছালে ছাওয়াব মাহফিলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে। মাহফিলে দেশের খ্যাতিমান ওলামায়েকেরাম, পীর, বুর্যুগান ও আলোচকরা আলোচনা করবেন।
এদিকে, বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মাহফিল প্রাঙ্গণ পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়ার ট্রাফিক ইনচার্জ তোফাইল খান, আনজুমনে নওজোয়ান বাংলাদেশের বড়হাতিয়া শাখার উপদেষ্টা মিরান হোসেন মিজান, ইউপি সদস্য রফিক আহমদ ও মামুনুর রশিদ প্রমুখ।
ওসি বলেন, মাহফিলের আইনশৃঙ্খলা রক্ষার্থে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম সার্বক্ষণিক কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাহফিল পরিচালনা কমিটি থেকে নিয়োজিত থাকবে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।












