৬ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. হারুন অর রশিদ (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়ছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিবিলা গৌড়স্থান উত্তর পাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হারুন ওই এলাকার আবুল হাসেমের ছেলে ও গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইকবাল বাংলাধারকে জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে ক্ষেতে পানি সেচ দিতে বের হন হারুণ। পরে বাড়িতে ফিরে না আসায় অনেক জায়গায় খোঁজাখুজি করে।

আজ সকালে তার মা ক্ষেতের পানি সেচ দেওয়া পুকুরের পাশে তার পরিহিত জুতো দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে হাতে পানির সেচ দেওয়া মোটরসহ পুকুরে হারুনকে দেখতে পান।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সেখানে অসবধান বসত বিদ্যুৎ স্পৃষ্টে মার যায় হারুণ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বাংলাধারাকে বলেন, খবরর খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিকসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছেলেটি বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে । নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ