৬ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ‘এস এ এগ্রোভেট’কে জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স এস এ এগ্রোভেট নামের ১টি (গরু-ছাগলের) ওষুধের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রশীদ।

এ বিষয়ে (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, মেসার্স এস এ এগ্রোভেট নামক একটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ওষুধের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ড্রাগস আইন-১৯৪০ এর ৩৭ ধারা এবং ওষুধ সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫১ লঙ্ঘনের অপরাধে আমরা অভিযুক্ত মো. মহিউদ্দীন ও তার দোকান মেসার্স এস এ এগ্রোভেট’কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, কর্ণফুলী উপজেলায় প্রাণী সম্পদ রক্ষায় এবং প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদারসহ আনসার বাহিনী ও কর্ণফুলী থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কমকর্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ