নগরীর খুলশী থানার জিইসি এলাকায় পার্কি করা লন্ডন এক্সপ্রেসের একটি বাস হাঠাৎ করে ডুকে পড়লো গণপূর্তের কার্যালয়ে। এসময় গাড়িতে কোন হেলপার বা চালক ছিল না।
বাস ড্রাইভার মো. নুরুজামান জানান, বাসটি গতকাল রাত থেকে গরিবুল্লা শাহ মাজার থেকে একটু সামনে ময়লার ডাস্টবিনের সামনে পাকিং করা ছিল। আমি ও বাসের হেল্পার বাসে ঘুমিয়ে ছিলাম। আজ দুপুর ১২ টার দিকে বাস থেকে নেমে কাউন্টারের ঢুকলে এই সময় সয়ংক্রিয় ভাবে বাসটি গণপূর্তের কার্যালয়ের সামনে চলে যায়।
খুলশী থানার উপ-পরিদর্শক মাহিন সাওয়ার জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গণপূর্তের কার্যালয়ে ঢুকে পড়ে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। চালকের দাবি বাস চালনোর সময় বাসের ভেতরে কেউ ছিল না। ঘটনার পর বাস জব্দ করা হয়েছে। বাসের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কর্তৃপক্ষের অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।












