৬ নভেম্বর ২০২৫

৬ মামলায় সাজাপ্রাপ্ত ‘দম্পতি’ গ্রেপ্তার

বাংলাধারা প্রতিবেদক»

নগরীর বন্দর থানা এলাকা থেকে ছয় মামলায় সাজাপ্রাপ্ত এক দম্পতিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত দম্পতি হলেন- বন্দর থানার ওয়াসিল চৌধুরী পাড়ার দুলাল কান্তি শিকদারের ছেলে শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় বন্দর থানার ওয়াসিল চৌধুরী পাড়া থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিরা ২০১৮ সাল থেকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণের অর্থ পরিশোধ না করে আত্মগোপনে চলে যায়। ব্যাংক তাদের বিরুদ্ধে মামলা করলে আদালত ২০২২ সালে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। সাজার মেয়াদ থেকে বাঁচার জন্য তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দরের ওয়াসিল চৌধুরী পাড়া থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।’

বাংলাধারা/এসইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ