বাংলাধারা ডেস্ক »
মমতাহীন বন্দিশালায় মমতাময়ী মা-বাবাতে পূর্ণ হয়ে গড়ে উঠে বৃদ্ধাশ্রম। প্রকৃতির আজব খেয়ালে সারাজীবন বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকা মানুষগুলো, জীবন সায়াহ্নে এসে নিজেদের পরিবার থেকে আলাদা হয়ে বাঁচতে হয়, কাটাতে হয় নিঃস্ব-একাকী জীবন। কথায় আছে বৃদ্ধ বয়স আর বাচ্চার বয়স সমান। এই বয়সে তারা গল্প আর আনন্দের মধ্যদিয়ে কাটাতে চায়।
জীর্ণ দেহ আর স্বচ্ছ মনে অপেক্ষার প্রহর গোনা মানুষগুলোকে নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারি রাউজানের আমেনা বশর বৃদ্ধাশ্রমে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা আয়োজন করে ভ্যালেন্টাইন্স সেকেন্ড ইনিংস এর নবম পর্ব।
ভ্যালেন্টাইন্স সেকেন্ড ইনিংসের এই পর্বে ভিবিডি চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবকরা বৃদ্ধাশ্রমের সদস্যদের সাথে হাসি-খুশি, আড্ডায়, মেতে উঠে। এছাড়া অভিজ্ঞ ডাক্তার দ্বারা বৃদ্ধাশ্রমের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দুপুরের খাবারের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক পর্ব যেখানে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বৃদ্ধাশ্রমের সদস্যরা অংশগ্রহণ করে। নাচে গানে আনন্দে মেতে উঠেন তারা।
জনসংযোগ কর্মকর্তা তানবীন মাহবুবা এর সার্বিক তত্ত্বাবধানে ও প্রজেক্ট লিডার জুরাইরিয়া আবসার আন্তা ও কো-লিডার মোহাম্মদ আহসানুল হক জিসান এর নেতৃত্বে উক্ত আয়োজনে ভিবিডি চট্টগ্রাম জেলার ১৯তম বোর্ডের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আনসারুল হক মাহমুদ, সাধারণ সম্পাদক ইবতিদ ইয়াছার জিনান, মানব সম্পদ কর্মকর্তা আহনাফ সাফিন, কোষাধ্যক্ষ সুমি আক্তার, প্রকল্প কর্মকর্তা তাহসিনা আক্তার আরশি সহ ভিবিডি চট্টগ্রাম জেলার অ্যালামনাই সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য পরিক্ষার জন্য বিশেষ ভাবে সহযোগিতা করেন সাউর্দান মেডিকেল কলেজের ইর্ন্টান ডক্টর সাজেদ মনোয়ার সাইমুম, মোহাম্মদ শানিক, নাদিয়া করিম স্মৃতি, আয়েশা বিনতে ইলিয়াস, ও ডক্টর ফারজানা আক্তার।
উল্লেখ্য ২০১৪সাল থেকে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা মায়েদের নিয়ে ভিন্নধর্মী ভ্যালেন্টাইন্স ‘ভ্যালেন্টাইন্স সেকেন্ড ইনিংস ‘ আয়োজন করে আসছে।












