৯ নভেম্বর ২০২৫

ভালোবাসার ৬ টি বসন্ত

দেখতে দেখতে ৬টি ভালোবাসা দিবস পার করে দিলাম।মনে হয় এইতো সেদিন মাত্র পরিচয় হলো,কখন কীভাবে কি যে নিজেই বুঝতে পারিনি।

দূরত্ব ৩০০ কিলোমিটার তারপরও যেন তোমার আমার প্রণয় সে দূরত্বকে করে দিয়েছে কয়েক মিনিটের ব্যবধানের পথ।

তুমি কখন প্রেমিকা থেকে অর্ধাঙ্গিনী হয়ে গেলে সেটি ভাবলে এখনো রোমাঞ্চিত হয়ে যাই।আরো ভালোবাসা দিবস। দুই জন দুই প্রান্তে তবে একদিন ভালোবাসা দিবসে তোমায় দুই হাত মেলে হাঁটু গেড়ে বসে বলবো আমার প্রিয়তমা আমি তোমায় ভালোবাসি…

ইশতিয়াক আহমদ
ইউনির্ভাসিটি অফ পিপল

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ