বিনোদন ডেস্ক »
কলকাতার অভিনেত্রী মিশমি দাস কখনোই ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করেননি। বরাবরই সোজাসাপ্টা কথা বলেন। কিন্তু এবার বিশ্ব ভালোবাসা দিবসের আগ মুহূর্তে সম্পর্কে বিচ্ছেদ হয়েছে বলে জানালেন এ অভিনেত্রী।
প্রেমিক বিশাল ভনকে খুবই গুরুত্ব দিতেন মিশমি। এ কারণে একসঙ্গে সময় কাটাবেন বলে কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে ঘুরতে গিয়েছিলেন গোয়ায়। কিন্তু তারপরও সুখের হয়ে উঠেনি সেই সম্পর্ক।
টিভি নাইনকে বিচ্ছেদের কথা নিশ্চিত করে অভিনেত্রী জানিয়েছেন, গোয়া থেকে ফিরে এসে আপাতত শোবিজ অঙ্গনে মনোযোগ দিয়েছেন। এখন প্রচুর কাজ করবেন তিনি।
গত বছর গোয়ায় ঘুরতে গিয়েছিলেন মিশমি। ওই সময় টেলিভিশনে দুটি ধারাবাহিক চলেছে তার। কিন্তু প্রেমিককে গুরুত্ব দিয়ে কাজ ছেড়ে সময় দেয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেন তিনি। তারপরও সুখের হয়নি সেই সম্পর্ক। বিচ্ছেদ হয় তাদের। তবে বিচ্ছেদের কথা জানালেও এর কারণ জানাননি তারকা।
অভিনেত্রীকে বর্তমানে ‘খেলনা বাড়ি’তে দেখা যাচ্ছে। সেখানে খল অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন তিনি। সাম্প্রতিক কয়েকটি ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেছেন। এ নিয়েও অনেক ক্লান্ত।
২০১৪ সালে ‘রাজযোটক’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় মিশমির। ধারাবাহিকটি তখন হিট হয়েছিল। তারপর বিভিন্ন সময় নানা চরিত্রে দেখা দিয়েছেন তিনি।












