৯ নভেম্বর ২০২৫

বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের নতুন নেতৃত্বে শুভ-ইমন

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু ও সাধারণ সম্পাদক আলী শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, নবগঠিত কমিটির নেতাদের আগামী ১৫ দিনে মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা ছাত্রলীগ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেয়া গেল।

বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হলেন আফতাব উদ্দিন চৌধুরী শুভ, সহ-সভাপতি রবিউল হোসেন রবিন, ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইমন।

এ বিষয়ে নতুন কমিটির সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী শুভ বলেন, আমি প্রথমে রাঙ্গুনিয়া উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মানুষের দুয়ারে পৌঁছে দিতে বেতাগী ইউনিয়ন ছাত্রলীগ কাজ করবে।

এ সময় তিনি বেতাগী আওয়ামী লীগ, যুবলীগসহ সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত শনিবার (৪ ফেব্রুয়ারি) বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ৬ জন সভাপতি প্রার্থী ও ১২ জন সাধারণ সম্পাদক প্রার্থী মোট ১৮ প্রার্থী ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ