৯ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে পানিতে ডুবে প্রতিবন্ধীসহ দুই শিশুর মৃত্যু

সীতাকুণ্ড উপজেলায় পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার সৈয়দপুর ইউনিয়ন, পৌরসদর ও মুরাদপুরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো- সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ ইদিলপুর গ্রামের সজীব কুমার দাসের ছেলে ইশান কুমার দাস (২), উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবরান (২) এবং মুরাদপুর ইউনিয়নের মৃত রফিকুল ইসলামের প্রতিবন্ধী ছেলে মো. সোহেল (৪৪)।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে পর পর পানিতে ডুবে যাওয়া তিনজন রোগী নিয়ে আসা হয়। এর মধ্যে দু’জন শিশু ও একজন যুবক। তিনজনই হাসপাতালে আসার আগে মারা যায়। চিকিৎসকরা পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এসইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ