রাঙামাটি প্রতিনিধি »
পার্বত্য জেলা রাঙামাটিতে এবছর ৮১ হাজার ৬৭৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির সিভিল সার্জন কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি জানান, এবার রাঙামাটি জেলায় সর্বমোট ১২৭২টি কেন্দ্রে ২৫৪৪ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুরু করা হবে।
সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট ইউএনও, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় হেলথ ইন্সপেক্টরের নেতৃত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির সার্বিক বিষয়টি মনিটরিং করা হবে। জেলার দুর্গমতার কথা চিন্তা করে এই কর্মসূচি বেশ কিছুদিন ধরে অব্যাহত রাখা হবে, যাতে করে প্রতিটি এলাকার শিশুরা সকলেই এই ক্যাম্পেইনের আওতায় আসে।
এবার রাঙামাটিতে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ জনকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকর্মী ও বিভিন্ন এনজিও কর্মীসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করবে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
সিভিল সার্জন ডা. বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডা. শিবলী শফিউল্লাহ, এমওডিসি ডা. মো. আবু ফয়সাল, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ।













