২৪ অক্টোবর ২০২৫

ভালোবাসা দিবসে ছিন্নমূল মানুষদের খাওয়ালেন ছাত্রলীগ নেতা সাকিল

মিরসরাই প্রতিনিধি »

গতকাল মঙ্গলবার ছিল পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে একে-অপরের সাথে ভালোবাসা বিনিময় করেন। তারই অংশ হিসেবে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জাহেদ হাসান সাকিল দিবসটি পালন করেন ছিন্নমূলের মানুষদের এক বেলা খাওয়ানোর মধ্য দিয়ে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই পৌরসভার বিভিন্ন স্থানে গরিব, অসহায় ও দুস্থ্ ৫০ মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

এমন উদ্যােগ সম্পর্কে জানতে চাইলে সাকিল বলেন, ‘আমি সবসময় মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি। তাই ভালোবাসা দিবস উপলক্ষে আমার নিজের উদ্যােগে কিছু মানুষকে খাবার দিয়েছি।’

সাকিলের এমন উদ্যোগের প্রশংসা করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ বলেন, যেখানে দেখা যায় যে এই বয়সের ছেলেরা বিভিন্ন স্থানে প্রেমিকা নিয়ে ঘুরে, সেখানে সাকিল নিজের উদ্যোগে ছিন্নমূল মানুষদের খাওয়ার বিতরণ করেছে। আমি তার সফলতা কামনা করছি।

আরও পড়ুন