২৩ অক্টোবর ২০২৫

প্রয়াত আ.লীগ নেতা জামাল পাশার পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দিল প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক»

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রয়াত তথ্য ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল পাশা শওকতের পরিবারকে ২৫ লাখ টাকার অনুদান পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার পরিবারের হাতে এই সঞ্চয়পত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি মো. সোলাইমান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা ও লেখক ও কলামিস্ট ওমর ফারুক চৌধুরী জীবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার মুরাদ হোসেন চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন তালুকদার, উত্তর জেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসিফ আলমসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন