বাংলাধারা প্রতিবেদক»
নগরীর চান্দগাঁও থানার বলিরহাট এলাকায় গ্যাস লাইনে লিকেজ হয়ে সেপটিক ট্যাংকে জমে বিস্ফোরণ হয়েছে। এতে আটজন আহত হয় এবং পাশে থাকা দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, ম্যানহোলের পাশের গ্যাসের লাইনের লিকেজ হয়। ওই গ্যাস পাশের একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংকে গিয়ে জমে বিস্ফোরিত হয়। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়াল ধসে পড়ে। আহত হন ৮ জন। কারও অবস্থা গুরুতর নয়। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মো. মোজাহার আলী বলেন, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা লিকেজ হওয়া অংশটি বন্ধ করার চেষ্টা করছে।
বাংলাধারা/এসইউ












