৬ নভেম্বর ২০২৫

রাতে ইউরোপা লিগে মুখোমুখি বার্সা-ম্যানইউ

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে দুই দলকেই এখন খেলতে হচ্ছে ইউরোপা লিগে।।আজ রাত পৌনে ১২ টায় শেষ ষোলোর প্রথম লেগে নু ক্যাম্পে মুখোমুখি হবে স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ পাওয়ার হাউজ ম্যানচেস্টার ইউনাইটেড।গত বছরের ৭ই নভেম্বর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত নকআউট পর্বের ড্রতে বার্সেলোনাকে পায় ম্যানচেস্টার ইউনাইটেড।আগামী ২৩শে মার্চ দ্বিতীয় লেগে ম্যানইউর আতিথ্য নেবে বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে দারুণ ভাবে ঘুরে দাড়িয়েছে বার্সেলোনা।চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে।সর্বশেষ ১৬ ম্যাচে অপরাজিত।বর্তমানে লা লীগার পয়েন্ট টেবিলেও শীর্ষে কাতালানরা।স্প্যানিশ সুপারকাপ শিরোপা জয়।কোপা দেল রে’র শিরোপা মিশনে থাকা নতুন করে অনুপ্রেরণা জোগাবে জাভি হার্নান্দেজের দলকে।অন্য দিকে ব্যার্থতা ভুলে ঘুরে দাড়িয়েছে এরিক টেন হেগের দলও।বাজে ভাবে লিগ শুরু করলেও এখন উঠে এসেছে প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে।

ইঞ্জুরির কারনে দল থেকে ছিটকে গেলেন বার্সা উইঙ্গার ওসমান ডেম্বেলে ও মিডফিল্ডার সার্জিও বুসকেটস।ম্যানইউ শিবিরেও ইঞ্জুরির হানা।দলে থাকবেন না ক্রিস্টিয়ান এরিকসন এবং ভ্যান ডি বেক।সাসপেন্ডের কারনে খেলতে পারবেন না লিসান্দ্রো মার্টিনেজ ও মার্সেল সাবিৎজার।

দুদলের ‘হেড টু হেড’ পরিসংখ্যানে এগিয়ে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা-ম্যান ইউনাইটেডের দেখা হয়েছে ১৩বার। তাতে ৬ জয় বার্সার। ৩ জয় ম্যানইউর। বাকি ৪ ম্যাচ ড্র হয়। তাছাড়া, গত ১৫ বছরে টানা ৪ দেখায় বার্সেলোনার কাছে হেরেছে রেড ডেভিলরা।

এসইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ