৬ নভেম্বর ২০২৫

বোয়ালখালীতে স্কুলভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফলের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম।

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়রমো. জহুরুল ইসলাম জহুর, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ।

এসময় কর্মপরিকল্পনা অনুয়ায়ী স্কুল ভিত্তিক মেধা মূল্যায়ন পরীক্ষায় ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ