২৩ অক্টোবর ২০২৫

ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ‘বারবার’ ধর্ষণের অভিযোগ

বাংলাধারা প্রতিবেদন »

গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাঁশখালীর এক ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীনের ছেলে মো. নেজাম উদ্দীন এ কাণ্ড ঘটিয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাঁশখালী থানায় মামলা করা হচ্ছে।

বর্তমানে ওই কিশোরী(১৪) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

কিশোরীর মা ও বাবা গণমাধ্যমকে বলেন, গত ছয় বছর ধরে চেয়ারম্যান আসহাব উদ্দীনের বাসায় কাজ করত তাদের মেয়ে। গত রমজানেও ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে মো. নেজাম উদ্দীন। রমজান মাস হওয়ায় কাউকে বিষয়টি জানানো হয়নি। কিন্তু আবারও ধর্ষণ করা হলে কিশোরী তার বাড়িতে চলে আসে। এরপর চেয়ারম্যান আসহাব উদ্দীন ও তার ছেলে গিয়ে তাকে নিয়ে আসে। অসুস্থ মেয়েকে ওসিসিতে ভর্তি করা রয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, বাঁশখালীর এক চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এনে ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই কিশোরীকে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন বলেন, গরু কেনার টাকা না দেওয়ায় তারা আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

আরও পড়ুন